বিরোধ মিটিয়ে আবারও নেতৃত্বে ফিরলেন স্টেগেন | চ্যানেল আই অনলাইন

বিরোধ মিটিয়ে আবারও নেতৃত্বে ফিরলেন স্টেগেন | চ্যানেল আই অনলাইন

চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। দলে ফেরার অপেক্ষায় থাকা এই গোলরক্ষক এরই মাঝে দ্বন্দ্বে জড়ান বার্সেলোনার সাথে। তাতে সাময়িক সময়ের জন্য ক্লাবটির অধিনায়কত্ব হারান। লা লিগা চ্যাম্পিয়নদের সাথে বিরোধ মিটিয়ে আবারও নেতৃত্বে ফিরলেন জার্মান গোলরক্ষক।

লা লিগার চোটের কারণে বদলি নিয়মের অধীনে নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে চেয়েছিল বার্সেলোনা। এরজন্য স্টেগেন চিকিৎসা সংক্রান্ত তথ্যের পাশাপাশি সম্মতিপত্র দিতে হত স্টেগেনকে। জার্মান গোলরক্ষক তাতে রাজি না হওয়াতে বিরোধের শুরু হয়।

এর জেরে বার্সার অধিনায়কত্ব হারান স্টেগেন। তার বদলে নেতৃত্ব দেওয়া হয় রোনাল্ড আরাউজোকে। এমনকি আইনি পদক্ষেপ নেয়ার উদ্যোগও গ্রহণ করেছিল বার্সা। তবে এক দিনের ব্যবধানে সমস্যা মিটিয়ে আবারও নেতৃত্বে ফিরেছেন স্টেগেন।

বিবৃতিতে বার্সেলোনা বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন তার অস্ত্রোপচার সংক্রান্ত প্রতিবেদন লা লিগার কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমোদনে স্বাক্ষর করেছেন। তাতে শৃঙ্খলাভঙ্গ-সংক্রান্ত মামলা বন্ধ করা হয়েছে এবং প্রথম দলের অধিনায়ক হিসেবে পুনর্বহাল করা হয়েছে।’

এর আগে অবশ্য স্টেগেনও জানিয়েছেন, বিষয়টি সমাধানে ক্লাবকে পূর্ণ সহযোগিতা করার পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন দিতে সম্পূর্ণ প্রস্তুত তিনি।

লা লিগার নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় অন্তত চার মাস মাঠের বাইরে থাকেন, তাহলে তার বেতনের অন্তত ৫০ শতাংশ ক্লাব নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য ব্যবহার করতে পারে। বার্সেলোনার ধারণা, টের স্টেগেন অন্তত চার মাস খেলতে পারবেন না। তবে জার্মান এই গোলরক্ষক আগে বলেছিলেন, তিন মাসের মধ্যেই মাঠে ফেরার আশা করছেন তিনি।

Scroll to Top