যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত, রাজনাথের সফর বাতিল – DesheBideshe

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত, রাজনাথের সফর বাতিল – DesheBideshe

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত, রাজনাথের সফর বাতিল – DesheBideshe

নয়াদিল্লি, ০৮ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর প্রতিক্রিয়ায় দেশটি থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত।

পরিকল্পনা সম্পর্কে অবগত এমন তিনজন ভারতীয় কর্মকর্তার বরাতে শুক্রবার (৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এ ছাড়া মার্কিন অস্ত্র ক্রয়ের জন্য চলতি মাসের (আগস্ট) শেষ দিকে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল ভারতের কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী রাজনাথ সিংয়ের। সেই সফরসূচিও বাতিল করা হয়েছে।

এদিকে, রয়টার্স এই প্রতিবেদন প্রকাশের পর ভারতের কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয় স্থগিতের তথ্যকে ‘মিথ্যা ও বানোয়াট’ উল্লেখ করেছে। তারা বলেছে, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনবে এবং ‘বিদ্যমান পদ্ধতিতে’ এ সংক্রান্ত প্রক্রিয়া অগ্রসর হচ্ছে।

এর আগে, নিষেধ করা সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয় অব্যাহত রাখায় ক্ষুব্ধ হয়ে গত ৬ আগস্ট ভারতের ওপর নতুন করে আরও ২৫ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক জারি করেন ট্রাম্প। এর ফলে, আগের ২৫ শতাংশসহ বর্তমানে মোট শুল্কের হার বেড়ে পৌঁছেছে ৫০ শতাংশে, যা ভারতের অর্থনীতির ওপর একটি বড় আঘাত।

শুধু তাই নয়, সম্প্রতি ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনাও নাকচ করে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগ পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাস্ত্র না কিনলে অবশ্য ভারতের তেমন কোনো ক্ষতি নেই। কারণ ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত ভারত তার অধিকাংশ সমরাস্ত্র কেনে রাশিয়ার কাছ থেকে। তাছাড়া গত বেশ কয়েক বছর ধরে অভ্যন্তরীণভাবেও সমরাস্ত্র উৎপাদন করছে ভারত।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৮ আগস্ট ২০২৫

 



Scroll to Top