কবিগুরুর ‘পাহাড়ি জীবন’ তাঁর লেখনীতে জীবন্ত! ৮০ বছরেও রবীন্দ্র প্রেমে পাগল এই ব্যক্তি

কবিগুরুর ‘পাহাড়ি জীবন’ তাঁর লেখনীতে জীবন্ত! ৮০ বছরেও রবীন্দ্র প্রেমে পাগল এই ব্যক্তি

Last Updated:

৩৫-৪০ বছর ধরে কবিগুরুর পাহাড় ভ্রমণ ও উত্তরবঙ্গে তাঁর পদচিহ্ন নিয়ে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন রতনবাবু। এই দীর্ঘ সাধনার ফসল তাঁর লেখা বই পাহাড়ে রবীন্দ্রনাথ।

+

কবিগুরুর ‘পাহাড়ি জীবন’ তাঁর লেখনীতে জীবন্ত! ৮০ বছরেও রবীন্দ্র প্রেমে পাগল এই ব্যক্তি

মংপু থেকে কালিম্পং—রতনের খোঁজে কবির স্মৃতি!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : আশির দোরগোড়ায় পৌঁছেও রবীন্দ্রনাথের স্মৃতি আঁকড়ে ধরে আছেন শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার ডঃ রতন বিশ্বাস। একসময় পেশায় ছিলেন পিএনটি বিভাগের কর্মী, কিন্তু হৃদয়ে চিরকাল জেগে থেকেছে রবীন্দ্রনাথের প্রতি এক অগাধ প্রেম। সেই প্রেমই আজ তাঁকে উত্তরবঙ্গের রবীন্দ্র-স্মৃতিচিহ্নগুলির এক জীবন্ত দলিল রচনায় পরিণত করেছে।

Scroll to Top