
হাওড়া শহরের রাম রাজাতলা, পঞ্চানন তলা রোডের একাংশ, সাঁতরাগাছি আন্ডার পাস, কাসুন্দিয়া রোড, বালি-বেলুড়ের বেশ কিছু স্থান জলমগ্ন। হাওড়া পুরসভার তরফে নানা ব্যবস্থা গ্রহণ করা হলেও সমস্যা সমাধান হয়নি। তাতেই এলাকার একাংশ মানুষের ক্ষুব্ধ। জমা জলে জ্বলন্ত এই সমস্যা থেকে এবার মুক্তির পথ দেখাচ্ছেন একদল শিক্ষক ও পরিবেশ কর্মীরা। ছবি ও তথ্য: রাকেশ মাইতি