‘এলাকায় আরও বেশি সময় দিন…’ উত্তরের দুই জেলার জনপ্রতিনিধিদের বার্তা অভিষেকের

‘এলাকায় আরও বেশি সময় দিন…’ উত্তরের দুই জেলার জনপ্রতিনিধিদের বার্তা অভিষেকের

Last Updated:

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই জেলার তৃণমূল নেতৃত্বকে একাধিক নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উত্তরের দুই জেলার জনপ্রতিনিধিদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের‘এলাকায় আরও বেশি সময় দিন…’ উত্তরের দুই জেলার জনপ্রতিনিধিদের বার্তা অভিষেকের
উত্তরের দুই জেলার জনপ্রতিনিধিদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আবীর ঘোষাল, কলকাতা: জেলাওয়াড়ি সাংগঠনিক বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের দফতরে প্রথমে কোচবিহার ও পরে আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই জেলার তৃণমূল নেতৃত্বকে একাধিক নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বিজেপিকে হারিয়ে কোচবিহার লোকসভা আসনে জয় ছিনিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস। আবার আলিপুরদুয়ারে বেশ কয়েকটি বিধানসভায় কমেছে ভোটের ব্যবধান। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনেও জয় পেয়েছে তৃণমূল। এই অবস্থায় উত্তরের দুই জেলার নেতাদের বুঝিয়ে দেওয়া হল, এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না।

রাজ্য সরকারের নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে বাড়তি গুরুত্ব ও নজর দেওয়ার কথা বলেছেন অভিষেক। এছাড়াও রাজ্য সরকারের সব উন্নয়নমূলক প্রকল্পগুলির সুফল যাতে দুই জেলার প্রতিটি মানুষ পান সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রতিটি বিধানসভা ধরে আলোচনা হয়। বাংলা ভাষা ও বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে সে-বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল যেভাবে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে তা যথাযথভাবে জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে দুই জেলা নেতৃত্বকে।

বৈঠকে দুই জেলার ব্লক সভাপতি পরিবর্তন-পরিমার্জন নিয়েও আলোচনা হয়েছে। দুই জেলার পক্ষ থেকেই তালিকা জমা দেওয়া হয়েছে। এছাড়াও জেলায় সমীক্ষা করে তুলে আনা একটি আলাদা তালিকা নিয়েও আলোচনা হয়। পারফরম্যান্স-সহ সবদিক বিচার করেই ব্লক সভাপতি পরিবর্তন বা পরিমার্জন করা হবে। বৈঠক শেষে আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের তরফে বিধানসভা অনুযায়ী গুরুত্বপূর্ণ কাজ যা করার দরকার তার একটি তালিকা তুলে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সর্বোপরি দুই জেলাতেই নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজের নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিস্তারিত আলোচনা হয়েছে জেলার শাখা সংগঠনগুলি নিয়েও। এছাড়াও যেভাবে এই দুই জেলায় এনআরসি-র নোটিস পাঠানো হচ্ছে সেদিকেও নজর রাখা ও প্রতিবাদ জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Scroll to Top