Ravindra Jadeja : ৯৩ বছরে এই প্রথম…! জাদেজা এমন রেকর্ড করলেন, ইতিহাস হয়ে থেকে গেল ইংল্যান্ডে

Ravindra Jadeja : ৯৩ বছরে এই প্রথম…! জাদেজা এমন রেকর্ড করলেন, ইতিহাস হয়ে থেকে গেল ইংল্যান্ডে

Last Updated:

Ravindra Jadeja- রবীন্দ্র জাদেজা, টেস্ট হোক বা ওয়ানডে, অলরাউন্ডার হিসেবে তিনি নিজেকে এক উচ্চতায় তুলে ধরেছেন। Anderson-Tendulkar Trophy-তে ইতিহাস সৃষ্টি করলেন এবার। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে প্রথম রেকর্ড ঘটল এমন।

News18Ravindra Jadeja : ৯৩ বছরে এই প্রথম…! জাদেজা এমন রেকর্ড করলেন, ইতিহাস হয়ে থেকে গেল ইংল্যান্ডে
News18

কলকাতা: রবীন্দ্র জাদেজা, টেস্ট হোক বা ওয়ানডে, অলরাউন্ডার হিসেবে তিনি নিজেকে এক উচ্চতায় তুলে ধরেছেন। Anderson-Tendulkar Trophy-তে ইতিহাস সৃষ্টি করলেন এবার। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে প্রথম রেকর্ড ঘটল এমন।

বিশ্বের ১ নম্বর টেস্ট অলরাউন্ডার জাদেজা শনিবার The Oval-এ ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতক করে ইতিহাস সৃষ্টি করলেন। জাদেজা চলতি Anderson-Tendulkar Trophy-তে ষষ্ঠবার পঞ্চাশ-প্লাস স্কোর করলেন, যা ভারত ও ইংল্যান্ডের মধ্যে একটি টেস্ট সিরিজে প্রথম। তিনি সিরিজে ৫০০ রান পার করলেন। ক্যাপ্টেন শুভমান গিল (৭৫৪) এবং কেএল রাহুল (৫৩২) এর পর ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন। আকাশদীপ পঞ্চাশ এবং যশস্বী জয়সওয়ালের শতরানের পর জাদেজা ইংলিশ বোলারদের শাসন করলেন যেন! তাঁর অসাধারণ ৭৭ ইনিংস ছিল দেখার মতো। সাতটি বাউন্ডারি মেরে ৫৩ রান করেন তিনি, তার পর Josh Tounge-এর শিকার হন।

আরও পড়ুন- জিমে গিয়ে হৃদরোগে আক্রান্ত, মাত্র ২২ বছরেই সব শেষ! প্রয়াত বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ

৮২তম ওভারে একটি বাউন্ডারি মারার পরে তলোয়ার সেলিব্রেশন শুরু করে দেন তিনি। তবে ইংলিশ পেসার ৮৪তম ওভারে ফিরে এসে জাদেজার ইনিংস শেষ করেন। বাঁহাতি ব্যাটার হ্যারি ব্রুকের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। রবীন্দ্র জাদেজা (৫৩) এবং মহম্মদ সিরাজ দ্রুত আউট হওয়ার পর চাপ গিয়ে পড়ে সুন্দরের উপর। তিনি ভারতকে ৩৫০ রানের গণ্ডি পার করানোর দায়িত্ব নেন। ভারত দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানে অলআউট হয়, ইংল্যান্ডকে ৩৭৪ রানের লক্ষ্য দেয়।

জাদেজার রেকর্ড নিয়ে এখন ভারতীয় ক্রিকেট সার্কিটে আলোচনা চলছে। একের পর এক ইনিংসে দুরন্ত পারফর্ম করছেন জাদেজা। ভারতীয় দলের ভরসার মুখ হয়ে উঠছেন।

বাংলা খবর/ খবর/খেলা/

Ravindra Jadeja : ৯৩ বছরে এই প্রথম…! জাদেজা এমন রেকর্ড করলেন, ইতিহাস হয়ে থেকে গেল ইংল্যান্ডে

Scroll to Top