সুন্দরবনে নতুন প্রাণের ইঙ্গিত? ফ্লোরা ও ফনার খোঁজে হেনরি আইল্যান্ডে চলছে গবেষণা

সুন্দরবনে নতুন প্রাণের ইঙ্গিত? ফ্লোরা ও ফনার খোঁজে হেনরি আইল্যান্ডে চলছে গবেষণা

Last Updated:

জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া ও এআইএসিপি-র উদ্যোগে এই কাজ করা হয়। অনুসন্ধানে উপস্থিত ছিলেন স্থানীয় তিনটি হাইস্কুলের বেশকিছু ছাত্র-ছাত্রী এবং নামখানা শিবানী মন্ডল মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

+

সুন্দরবনে নতুন প্রাণের ইঙ্গিত? ফ্লোরা ও ফনার খোঁজে হেনরি আইল্যান্ডে চলছে গবেষণা

হেনরি আইল্যান্ড।

নামখানা: এবার ফ্লোরা ও ফনার খোঁজে হেনরি আইল্যান্ডে গেলেন গবেষক ও পড়ুয়ারা। সেখানে দিনভর চলল অনুসন্ধান। সেই সম্পর্কে বিশদে লিপিবদ্ধ করেছেন তাঁরা। একটি নির্দিষ্ট অঞ্চল, সময়, পরিবেশে জন্মানো সবধরণের উদ্ভিদ বা গাছপালা ফ্লোরার মধ্যে পড়ে এবং সবধরণের প্রাণী ফনার মধ্যে পড়ে।

এই নিবিড় গবেষণার ফলে নতুন নতুন উদ্ভিদ ও প্রাণী থাকার সম্ভাবনার কথা উঠে আসে। জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া ও এআইএসিপি-র উদ্যোগে এই কাজ করা হয়। এই অনুসন্ধানে উপস্থিত ছিলেন স্থানীয় তিনটি হাইস্কুলের বেশকিছু ছাত্র-ছাত্রী এবং নামখানা শিবানী মন্ডল মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

অনুসন্ধান নিয়ে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী তথা এআইএসিপি-র কো অর্ডিনেটর ডক্টর রাজ মোহনা দেবী জানান, এখন সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদকূলের ফুল ফোটার সময় ফলে এই উদ্ভিদগুলিকে বোঝার এখন খুব ভাল সময় এবং এগুলিকে সহজে চিহ্নিত করা যায়। এছাড়াও এই এলাকার প্রাণীগুলিকে বোঝার জন্য এই কাজ করা হচ্ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ডক্টর রাজ মোহনা দেবী ছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞানী শান্তনু মিত্র, পোগ্রাম অফিসার ত্রিদিপ কুমার দত্ত সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। এনিয়ে শিবানী মন্ডল মহাবিদ্যালয়ের ছাত্রী বর্ষা আইচ বলেন, “এখানে ফ্লোরা এবং ফনা নিয়ে কাজ চলছে। এখান থেকে আমরাও অনেক কিছু শিখতে পারছি। এই কাজ খুব সুন্দর হয়েছে।” ভবিষ্যতে আরও এমন কাজ হলে খুবই ভাল হয় বলে জানিয়েছেন তাঁরা। এই কাজে জেডএসআই এর গবেষকদের কাছে পেয়ে আরও খুশি ছাত্র-ছাত্রীরা। এই অনুসন্ধান স্থানীয় ছাত্র-ছাত্রীদের মনে প্রভাব ফেলবে বলে মনে করছেন তাঁরা।

নবাব মল্লিক 

Scroll to Top