তবে ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ও এখন স্কাই স্পোর্টসের বিশ্লেষক স্টুয়ার্ট ব্রড এক্সে পাল্টা জবাব দিয়েছেন। রুটকে ইংল্যান্ডের ইতিহাসের সেরা ব্যাটসম্যান উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানের সামনের প্যাডকে কখনো “সার্ফবোর্ড” বলতে শুনিনি। পরিষ্কার করে বলি, টেস্ট ক্রিকেটে হ্যাজলউড রুটকে এলবিডব্লু করতে পেরেছেন মাত্র ৩ বার। তিন বার!’
২০২৪ সালে ১১২ টেস্টের ক্যারিয়ারকে বিদায় বলা ওয়ার্নারের মতে, আসন্ন অ্যাশেজে মূল ভূমিকা রাখতে পারেন ইংল্যান্ডের বোলাররা, ‘সবই নির্ভর করছে বোলারদের ওপর। যদি ইংল্যান্ডের বোলাররা অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ধস নামাতে পারে, তাহলে তারা প্রতিযোগিতায় ফিরে আসবে।’