জলের মধ্যে দাঁড়িয়েই চলছে চিকিৎসা! হরিহরপুর ব্লক হাসপাতালে বিরল দৃশ্য

জলের মধ্যে দাঁড়িয়েই চলছে চিকিৎসা! হরিহরপুর ব্লক হাসপাতালে বিরল দৃশ্য

Last Updated:

হাসপাতালে জলের উপরে দাঁড়িয়ে নিতে হচ্ছে পরিষেবা, বিরল দৃশ্য বারুইপুর হরিহরপুর ব্লক হাসপাতালে। এটা কোন ব্লক স্বাস্থ্য কেন্দ্র না পুকুর! হাসপাতালে যেতে গেলে হাঁটু সমান জল,বিরল দৃশ্য! হাসপাতালের সামনে এবং মেঝেতে।

+

জলের মধ্যে দাঁড়িয়েই চলছে চিকিৎসা! হরিহরপুর ব্লক হাসপাতালে বিরল দৃশ্য

জলমগ্ন হাসপাতাল

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: হাসপাতালে জলের উপরে দাঁড়িয়ে নিতে হচ্ছে পরিষেবা, বিরল দৃশ্য বারুইপুর হরিহরপুর ব্লক হাসপাতালে। এটা কোন ব্লক স্বাস্থ্য কেন্দ্র না পুকুর! হাসপাতালে যেতে গেলে হাঁটু সমান জল,বিরল দৃশ্য! হাসপাতালের সামনে এবং মেঝেতে। এবার রোগী নিয়ে হাসপাতালে যেতে গেলে পার হতে হচ্ছে হাঁটু সমান জল, হাসপাতালের চাতালে জল জমে আছে, হাসপাতালে যেতে গেলে সুস্থ মানুষও রোগী হয়ে যাচ্ছেন বলে দাবি এলাকাবাসীর। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পশ্চিম বিধানসভার হরিহরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের।

হাসপাতালে জলে দাঁড়িয়ে ওষুধ নিতে হবে এমন বিরল দৃশ্য দেখা গেল হাসপাতালে। নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন। সমস্যায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা নাজেহাল অবস্থায় পড়েছে। বারুইপুরের বিভিন্ন ওয়ার্ডে জনমগ্ন ও বারুইপুর পশ্চিম থেকে শুরু বারুইপুর পূর্ব কয়েকটি এলাকায় ও জলমগ্ন অবস্থায়। এ প্রসঙ্গে রুগীর এক আত্মীয় বলেন বাড়ির লোককে চিকিৎসার জন্য এই হাসপাতালে এসেছি। কিন্তু যা পরিস্থিতি তাতে নিজেদেরই ভয় লাগছে । নামেই হাসপাতাল, কিন্তু কোনও ব্যবস্থা নেই । সামান্য বৃষ্টিতেই জল থইথই করছে এই হাসপাতাল চত্বরে।

সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে শুরু করে হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের । হাসপাতালের এহেন বেহাল অবস্থায় ক্ষুদ্ধ রোগীর পরিজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। যদিও হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ৷ যত দ্রুত সম্ভব জল সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে । তবে এর জন্য বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে হাসপাতাল চত্বরে নিকাশি নালার সমস্যার জন্য বৃষ্টি নামলেই জল জমে যাচ্ছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Scroll to Top