মেসি পাশে থাকায় ক্লাব ক্যারিয়ারে ট্রফিখরা নিয়ে ভাবনা নেই দি পলের

মেসি পাশে থাকায় ক্লাব ক্যারিয়ারে ট্রফিখরা নিয়ে ভাবনা নেই দি পলের

ক্লাবের হয়ে শিরোপা জিততে না পারার আক্ষেপ আছে কি না, তা জানতে চাইলে দি পল বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই এটা এখনো আমাকে খোঁচায়। কিন্তু আমি যেমনটা বলি, এটা জীবনেরই একটা অংশ। তবে ব্যাপার হলো, আমরা এখন ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলছি, তাই না? ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, যখনই মেসিকে পাশে পেয়েছি, জিতেছি।

একটা বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা (একসঙ্গে খেলে জিতেছি)। সুতরাং এখন মেসি যেহেতু এই ক্লাবে আমার পাশে আছে, যেটাকে আমি সমর্থন করি, তাই এটা আমাকে দারুণভাবে রোমাঞ্চিত করে।’

Scroll to Top