রাষ্ট্র সংস্কারের আলোচনায় একই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও গঠন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা থাকায় জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে চ্যালেঞ্জের মুখে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি বলছে, মৌলিক ও সাংবিধানিক বিষয়ে সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করবে আগামী সংসদ। তবে কোন্ প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেই পদ্ধতি চিহ্নিত করতে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার তাগিদ দিয়েছে ঐকমত্য কমিশন।