লিসবন, ০১ আগস্ট – অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক গণহত্যার মধ্যেই ইউরোপের আরেক দেশ পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানা গেছে।
পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর দফতর জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে এ স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সভা অনুষ্ঠিত হবে।
পতুর্গিজ সরকারের এক বিবৃতিতে বলা হয়,‘পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া বিবেচনা করছে, যা আগামী সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সপ্তাহে চূড়ান্ত হতে পারে।’
পর্তুগালের প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের সঙ্গে পরামর্শ করবেন বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে, কয়েকদিনের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি দেশ জাতিসংঘের সেপ্টেম্বরের সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যেই স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্লোভেনিয়াও এক ধাপ এগিয়ে জাতিসংঘে স্বীকৃতির জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে।
এই প্রক্রিয়ায় পর্তুগালের যোগদান পশ্চিম ইউরোপীয় কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এমন এক সময়ে, যখন গাজায় ইসরায়েলি অভিযানে ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ ও সমালোচনা বাড়ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০১ আগস্ট ২০২৫