৫ আগস্ট না হলে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতো: দুলু | চ্যানেল আই অনলাইন

৫ আগস্ট না হলে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতো: দুলু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটবিহীনভাবে ১৫ বছর ক্ষমতায় ছিলেন। সেসময় তিনি বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনদিন শোধ করতে পারবে না।

দুলু বলেন, ৫ আগস্ট না হলে হয়তো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো হতো। এখন যদি শেখ হাসিনা দেশে ফিরতে পারে তাহলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেন, বাংলাদেশের মানুষ এটা কিছুতেই মেনে নেবে না।

তিনি আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত বীর যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় বিএনপির আয়োজনে স্মরণসভায় এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মোজাহার আলী, নলডাঙ্গা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ দলের নেতাকর্মীরা।

Scroll to Top