৩১ জুলাই মুক্তি পেয়েছে তেলুগু সুপারস্টার বিজয় দেবরকোন্ডার নতুন ছবি ‘কিংডম’। শত কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে তেলুগু ভাষাভাষি অঞ্চলে সিনেমাটি প্রথম দিনের শো থেকেই দারুণ আয় করছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনে প্রায় ১৫.৭৫ কোটি নেট আয় করেছে ‘কিংডম’। যা যেকোনো চলচ্চিত্রের জন্যই একটি উল্লেখযোগ্য সাফল্য, বিশেষ করে কাজের দিনে মুক্তি পাওয়ার পরও।
বিশ্বব্যাপী গ্রস হিসেবে সিনেমাটি প্রায় ৩৪ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছে বলিউড মুভি রিভিউ.কম। গৌতম তিন্নানুরি পরিচালিত এই ছবিটি দুই দফায় মুক্তি পিছিয়ে ৩১ জুলাই মুক্তি পায়।
অ্যাকশন-থ্রিলারধর্মী ‘কিংডম’ নিয়ে নির্মাণের শুরু থেকেই যথেষ্ট হাইপ তৈরি হয়েছিল। ‘কিংডম’ এমন এক আন্ডারকভার পুলিশ কনস্টেবলের গল্প, যিনি শ্রীলঙ্কায় একটি শক্তিশালী সিন্ডিকেট ধ্বংস করার মিশনে যান। পরে আবিষ্কার করেন, এই অপরাধচক্রের মাস্টারমাইন্ড আর কেউ নন, তার বহুদিনের বিচ্ছিন্ন ভাই। শুরু হয় পারিবারিক টানাপোড়েন ও নৈতিক দ্বন্দ্বের লড়াই।
ছবিতে আরো অভিনয় করেছেন ভাগ্যশ্রী বরসে, রুক্মিণী বসন্ত, কৌশিক মহাতা, সত্যদেব কানচারানা, এবং শ্রীরাম রেড্ডি পোলাসানে প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। –বলিউডমুভিরিভিউজ