জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে ২ আগস্ট (শনিবার) বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ।
‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫ : কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সম্মিলনে থাকছে ফ্যাসিবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র-পোস্টার-নাটক প্রদর্শনী, আলোচনা সভা, গান ও কবিতা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, একটি ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে দৃশ্যমাধ্যম সমাজ যাত্রা শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে। ‘জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে’ ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরতে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকবেন শহীদ পরিবারের সদস্যগণ, চিন্তক, শিক্ষক, চলচ্চিত্র কর্মী-কুশলীগণ, আলোকচিত্রী, থিয়েটার কর্মী, লেখক, সংগীত শিল্পী, অভিনয়শিল্পী, রাজনৈতিক কর্মী, সংস্কৃতি কর্মী এবং শিল্পমাধ্যমের নানা শাখার কর্মী এবং কুশলীগণ।
এরআগে গেল মাসে এক সংবাদ সম্মেলন করে ২ আগস্টের আয়োজন নিয়ে জানানো হয়, ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ কর্মসূচির তিনটি মূল লক্ষ্য রয়েছে। ১. জুলাই গণ–অভ্যুত্থানের পটভূমি, প্রেক্ষাপট ও ফলাফলকে স্মরণ ও বিশ্লেষণ করা। ২. আন্দোলনে দৃশ্যমাধ্যম সমাজের ভূমিকা ও সংহতি তুলে ধরা, এবং সদস্যদের মধ্যে সংযোগ স্থাপন। ৩. সাংস্কৃতিক সংগ্রামের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ।