
উৎসবের মরশুমে বুদ্ধি খাটিয়ে খরচ বাধ্যতামূলক: ভারতে সামনেই উৎসবের মরশুম আসছে। আসলে অগাস্ট মাস থেকেই ভারতে শুরু হয়ে যাচ্ছে একের পর এক উৎসব। প্রথমে রাখি বন্ধন, তারপর একে একে স্বাধীনতা দিবস, কৃষ্ণ জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থী উৎসব উদযাপিত হবে গোটা দেশ জুড়ে। আর সেই সুযোগে এই সময়ে ই-কমার্স প্ল্যাটফর্ম, রিটেল চেন এমনকী, স্থানীয় দোকানগুলি পর্যন্ত একাধিক ফেস্টিভ অফার এবং আকর্ষণীয় ডিসকাউন্ট বা ছাড় প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তাই এই সময় বুদ্ধি খাটিয়ে শপিং করা আবশ্যক। আর যাতে ঋণের ফাঁদে পড়তে না হয়, তার জন্য কিছু পন্থা অনুসরণ করা বাধ্যতামূলক।