
দক্ষিণ বঙ্গের সর্বত্রই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই চার জেলায় ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদনীপুর ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। তবে ভারী দুর্যোগের আপাতত কোনও সম্ভাবনা নেই।