গাজায় প্রবেশ করল সৌদি আরবের মানবিক সহায়তা – DesheBideshe

গাজায় প্রবেশ করল সৌদি আরবের মানবিক সহায়তা – DesheBideshe

গাজায় প্রবেশ করল সৌদি আরবের মানবিক সহায়তা – DesheBideshe

জেরুজালেম, ৩১ জুলাই – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষুধার্থ মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। রাফা ক্রসিং দিয়ে বুধবার (৩০ জুলাই) সৌদির সহায়তা নিয়ে সাতটি ট্রাক গাজায় প্রবেশ করে।

বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, বাদশাহ সালমান মানবিক সহায়তা এবং রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) আওতায় এসব সহায়তা পাঠানো হয়েছে। যে সাতটি ট্রাক গাজায় গেছে সেগুলোতে খাবার রয়েছে।

সৌদি গ্যাজেটের তথ্য অনুযায়ী, সৌদি আরব এখন পর্যন্ত ৫৮টি বিমান, ৮টি জাহাজে করে গাজার জন্য সহায়তা পাঠিয়েছে। যেগুলোতে ৭ হাজার ১৮৮ টন খাবার, মেডিকেল পণ্য, আশ্রয় উপকরণ ছিল। এছাড়া গাজার জন্য সৌদি আরব ২০টি অ্যাম্বুলেন্সও পাঠিয়েছে। এগুলো ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে।

দখলদার ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি এতটাই নাজুক অবস্থায় পৌঁছেছে যে, বেশিরভাগ মানুষ না খেয়ে আছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গত সপ্তাহ থেকে গাজায় খাদ্যবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। যা প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল।

দখলদার ইসরায়েল এখন গাজার কিছু জায়গায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য হামলা বন্ধ রাখছে যেন সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া যায়।

গাজায় ট্রাকে করে ত্রাণ পাঠানোর পাশাপাশি জর্ডানের সহায়তায় বাদশাহ সালমান মানবিক সহায়তা এবং রিলিফ সেন্টার গাজায় বিমান থেকে খাদ্য ফেলেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বরতা শুরু করে দখলদাররা। এখন পর্যন্ত তাদের হামলায় সেখানে ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি মানুষ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ জুলাই ২০২৫



Scroll to Top