মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এবং ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন সাংবাদিকদের পাঠানো এক বার্তায় এই ঘোষণার কথা জানান।
সাংবাদিকদের পাঠানো বার্তায় মিয়ানমারের জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেন, ‘আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হল।’
ইয়াঙ্গুন থেকে এএফপি জানিয়েছে, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সমালোচনা করছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। তিন বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের এই ঘোষণা আসল।