ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে বেশি ব্যয় করা ১০ কোচ

ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে বেশি ব্যয় করা ১০ কোচ

বেনফিকা, ইউনিয়াও দে লেইরিয়া, এফসি পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পার, এএস রোমা ও ফেনেরবাচে—এখন পর্যন্ত ১০টি ক্লাবের প্রধান কোচ হিসেবে দেখা গেছে জোসে মরিনিওকে।

শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ‘স্পেশাল ওয়ান’–খ্যাত এই কোচের ক্যারিয়ার বেশ লম্বা—২৫ বছর। এ সময়ে তিনি নিজের ক্লাবে এনেছেন ১৯৭ জন ফুটবলার, তাঁদের মধ্যে কিনেছেন ১৩১ জনকে। তাঁদের পেছনে এই পর্তুগিজ মোট ব্যয় করেছেন ১৯৬ কোটি ইউরো (২৭ হাজার ৭৩০ কোটি ৮ লাখ টাকা)।

মরিনিওর সাফল্যও কম নয়; জিতেছেন ২৬টি শিরোপা। একমাত্র কোচ হিসেবে উয়েফা আয়োজিত তিনটি ক্লাব প্রতিযোগিতারই (চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ) শিরোপা জিতেছেন তিনি।

Scroll to Top