বেনফিকা, ইউনিয়াও দে লেইরিয়া, এফসি পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পার, এএস রোমা ও ফেনেরবাচে—এখন পর্যন্ত ১০টি ক্লাবের প্রধান কোচ হিসেবে দেখা গেছে জোসে মরিনিওকে।
শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ‘স্পেশাল ওয়ান’–খ্যাত এই কোচের ক্যারিয়ার বেশ লম্বা—২৫ বছর। এ সময়ে তিনি নিজের ক্লাবে এনেছেন ১৯৭ জন ফুটবলার, তাঁদের মধ্যে কিনেছেন ১৩১ জনকে। তাঁদের পেছনে এই পর্তুগিজ মোট ব্যয় করেছেন ১৯৬ কোটি ইউরো (২৭ হাজার ৭৩০ কোটি ৮ লাখ টাকা)।
মরিনিওর সাফল্যও কম নয়; জিতেছেন ২৬টি শিরোপা। একমাত্র কোচ হিসেবে উয়েফা আয়োজিত তিনটি ক্লাব প্রতিযোগিতারই (চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ) শিরোপা জিতেছেন তিনি।