Last Updated:
Inspirations: ‘শিল্পী’র হার না মেনে নেওয়ার লড়াই , হারিয়ে যেতে দেননি নিজের নৃত্যকলাকে!

ক্যান্সারকে হারিয়েছেন নৃত্যশিল্পী ‘শিল্পী’
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : ক্যানসার হারাতে পারেনি শিল্পীর শিল্পসত্তাকে। লড়াই কঠিন হলেও হাল ছাড়েননি লড়াকু এই নৃত্যশিল্পী। তার নাম শিল্পী ঘোষ সুরাল। অদম্য মনের জোরেই ক্যানসারের মতো দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই শুরু হয় তাঁর। এই দুরারোগ্য রোগের মাঝেও নিজের নৃত্যকলা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর ক্যানসারজয়ী হন নৃত্যশিল্পী তথা শিক্ষিকা শিল্পী ঘোষ সুরাল।
এ বিষয়ে বঙ্গীয় সঙ্গীত পরিষদের পরীক্ষক ও সারেঙ্গা মিউজিক কলেজের অধ্যক্ষা শিল্পী ঘোষ সুরাল বলেন, প্রথম যখন তাঁর ক্যানসার ধরা পড়ে, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ভেবেই নিয়েছিলেন তিনি আর বাঁচবেন না। কিন্তু তার নৃত্যশিক্ষার গুরু ও পরিবারের সকলে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেননি। মনের জোরে তিনি আবারও ঘুরে দাঁড়াতে পেরেছেন।
Kolkata,West Bengal
July 31, 2025 1:13 AM IST