গভীর সমুদ্রে মাছ ধরা ও প্রাণিসেবা আধুনিকায়নের আহ্বান প্রধান উপদেষ্টার – DesheBideshe

গভীর সমুদ্রে মাছ ধরা ও প্রাণিসেবা আধুনিকায়নের আহ্বান প্রধান উপদেষ্টার – DesheBideshe

গভীর সমুদ্রে মাছ ধরা ও প্রাণিসেবা আধুনিকায়নের আহ্বান প্রধান উপদেষ্টার – DesheBideshe

ঢাকা, ৩১ জুলাই – গভীর সমুদ্রে মাছ ধরায় জোর দেওয়া এবং প্রাণিসেবা আধুনিকায়নের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এ খাতের বিশাল সম্ভাবনার সদ্ব্যবহার এখনো করা হয়নি। এটি একটি অনন্য মন্ত্রণালয়—আমাদের সাগরও রয়েছে, খামারও রয়েছে। কিন্তু আমরা এখনো সমুদ্রের জগতে পা ফেলতে পারিনি।

তিনি বলেন, আমাদের জানতে হবে, আমাদের কী ধরনের মৎস্যসম্পদ রয়েছে, কী হারাচ্ছি, আর কেন পিছিয়ে আছি। এ খাত সঠিকভাবে পরিচালনা করতে পারলে আমাদের অর্থনীতিতে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে।

প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরে সম্ভাবনাময় গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে সঠিক জরিপ পরিচালনায় গুরুত্ব দিয়ে বলেন, প্রয়োজনে জাপান বা থাইল্যান্ডের মতো দেশ থেকে বিশেষজ্ঞ সহায়তা নেওয়া যেতে পারে।

তিনি বলেন, জাপান এরই মধ্যে আমাদের সহযোগিতায় আগ্রহ দেখিয়েছে। আমরা যৌথ উদ্যোগের সম্ভাবনাও বিবেচনা করছি। তবে আগে আমাদের নির্ভরযোগ্য তথ্য দরকার। এটি কেবল বেশি মাছ ধরার ব্যাপার নয়; এটি একটি শিল্প গড়ে তোলার ব্যাপার।

ড. ইউনূস আরও বলেন, কক্সবাজারে বাংলাদেশ মহাসাগরীয় গবেষণা ইনস্টিটিউটকে গভীর সমুদ্র গবেষণায় সম্পৃক্ত করতে হবে এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা যেতে পারে।

তিনি বলেন, এ গবেষণাগুলো সরাসরি নীতিনির্ধারণে প্রতিফলিত হতে হবে। শুধু গবেষণার জন্য গবেষণা নয়। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্র মৎস্য অধ্যয়ন অন্তর্ভুক্ত করার কথাও ভাবা উচিত—ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি সেভাবেই নিতে হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩১ জুলাই ২০২৫



Scroll to Top