সারাদেশেই ছাদকৃষির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নগরজীবনের এখন অনেকেই নিজের ছাদে গড়ে তুলছেন সবুজের আয়োজন। ফলে নাগরিক যান্ত্রিকতার ভেতরেও মিলছে নিরাপদ খাদ্য, একটু সবুজের আশ্রয় আর মানসিক প্রশান্তি। ঢাকার বনশ্রী আবাসন এলাকার এক সফল ছাদকৃষি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ।