জিও সুপার জানিয়েছে, একজন নারী পুলিশ কর্মকর্তা ফারুক নজরকে তাঁর জার্সি ঢেকে রাখতে বলার কারণ বুঝিয়ে বলেন। কিন্তু ফারুক নজর রাজি হননি। অফিশিয়ালদের তিনি বলেন, ‘আমি জার্সি ঢাকব না; কারণ, আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। আপনারা জোর করে আমাকে ঢাকতে বাধ্য করতে পারেন। আপনারা আমার সঙ্গে কী করছেন, সেটা সবাইকে ভিডিও করতে দিন। টিকিট কেটে এসেছি, ভারতের কোনো সমর্থক আমার বিপক্ষে অভিযোগ করেননি।’
ল্যাঙ্কাশায়ার এ ঘটনার তদন্তে নেমেছে, তা নিশ্চিত করেছেন ক্লাবটির মুখপাত্র, ‘এই ঘটনা আমাদের কানে এসেছে এবং পুরো ব্যাপারটি বুঝতে আমরা পদক্ষেপ নিচ্ছি।’