সিনেমার নায়িকা শবনম বুবলী প্রথমবার কোনো মিউজিক ভিডিও-তে হাজির হয়ে চমকে দিয়েছেন! গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে অন্যরকম সিনেমাটিক আবহেই তাকে পাওয়া গেল! সঙ্গে মাতিয়ে দিয়েছেন শরাফ আহমেদ জীবন।
দুজনার জমজমাট নাটকীয় আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া ‘ময়না’ গানটি ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। গানটি প্রকাশের পর ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।
ভিডিওতে এসেছে কিছু ঘটনাপ্রবাহ। ব্রেকিং নিউজ দিয়ে শুরু মিউজিক ভিডিও, যেখানে টিভি লাইভে এক প্রতিবেদক জানান, এফডিসির ৯ নম্বর ফ্লোরে চিত্রনায়িকা বুবলীর শুটিংয়ে অংশ নেয়ার কথা। কিন্তু এখানে তাকে একদল দুস্কৃতিকারী জিম্মি করে রেখেছে!
এরপরেই জিম্মিকারী দলের প্রধন হিসেবে দৃশ্যপটে আবির্ভূত হন শরাফ আহমেদ জীবন। তার হাতে পিস্তল! তার পরনে বুবলীর ছবিওয়ালা জামা! জানান দেন বুবলীর প্রতি তার মোহের কথা! এসময় বুবলীর সহকারীর উদ্দেশে জীবন বলেন, ‘যা, তোর ম্যাডামকে গিয়ে বল, তার জীবন আসছে। বুবলী নাচবে, আর তার জীবন দেখবে!’
এরপরেই শুরু হয় পুরোপুরি ড্যান্স মুডের গান ‘ময়না’। গানের তালে তালে নেচে মাতিয়ে দিয়েছেন বুবলী। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কোনাল, গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, মিউজিক করেছেন আকাশ সেন, গান ভিডিওর নির্মাতা তানিম রহমান অংশু। গানের শুরুটার মতো শেষটাও হয় সিনেমাটিক চমকে!
এর আগে কোনালের গাওয়া ‘মিস বুবলী’, ‘তুমি আমার জীবন’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’ গানগুলোতে সিনেমার পর্দায় পারফর্ম করেছিলেন বুবলী। প্রতিটি গানই দর্শকরা পছন্দ করেছিলেন। নতুন করে কোনালের ‘ময়না’ গানের মডেল হয়ে আবার নজর কাড়লেন বুবলী।