Narendra Modi on Operation Sindoor: ‘২২ মিনিটে ২২ এপ্রিলের বদলা’, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে কংগ্রেসকেও তুলোধনা মোদির

Narendra Modi on Operation Sindoor: ‘২২ মিনিটে ২২ এপ্রিলের বদলা’, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে কংগ্রেসকেও তুলোধনা মোদির

Last Updated:

মোদি দাবি করেন, অপারেশন সিঁদুরেই প্রথমবার পাকিস্তানের অনেকটা ভিতরে ঢুকে যেভাবে ভারত হামলা চালিয়েছে, তা আগে কোনওদিন হয়নি৷

লোকসভায় নরেন্দ্র মোদি৷ Narendra Modi on Operation Sindoor: ‘২২ মিনিটে ২২ এপ্রিলের বদলা’, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে কংগ্রেসকেও তুলোধনা মোদির
লোকসভায় নরেন্দ্র মোদি৷

গ২২ এপ্রিল পহেলগাঁও যে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, ২২ মিনিটে তার বদলা নিয়েছে ভারতীয় সেনা৷ অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে তিনি দাবি করলেন, অপারেশন সিঁদুরেই প্রথমবার পাকিস্তানের অনেকটা ভিতরে ঢুকে যেভাবে ভারত হামলা চালিয়েছে, তা আগে কোনওদিন হয়নি৷ অপারেশন সিঁদুরেই গোটা বিশ্ব আত্মনির্ভর ভারতের ক্ষমতা দেখেছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

মোদি বলেন, ‘পহেলগাঁওয়ে হামলার পরই আমি বলেছিলাম, এই হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদের বড় মাশুল দিতে হবে৷ এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের ঘুম উড়ে যাবে৷ অপারেশন সিঁদুরে আমরা পাকিস্তানে ঢুকে এমন জবাব দিয়েছি যে এখনও সন্ত্রাসবাদীদের সেই মাথাদের ঘুম আসছে না৷ পহেলগাঁও হামলার পরই পাকিস্তানের সেনা জানত ভারত বড়সড় কিছু করবে৷ পরমাণু অস্ত্রের হুমকিও দেওয়া হচ্ছিল৷ তার পরেও ৬ মে রাত এবং ৭ মে সকালের মধ্যে আমাদের সেনাবাহিনী নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী যা করার করে ফেলেছে৷’

মোদি আরও বলেন, ‘আগে সন্ত্রাসবাদীরা জানত ভারতে হামলা চালালেও কিছু হবে না৷ কিন্তু এখন সন্ত্রাসবাদীদের মাথারা ভারতে হামলা চালানোর পর ঘুমোতে পারে না৷ কারণ তারা জানে ভারত আসবে এবং মেরে যাবে৷ এটাই নতুন ভারত৷’

মোদির আগে বক্তব্য রাখতে গিয়ে ভারতের বিদেশনীতির তীব্র সমালোচনা করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ পাল্টা কংগ্রেসকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মোদি বলেন, ‘বিদেশনীতি নিয়ে এখানে অনেক কথা হচ্ছে৷ বিশ্বের কোনও দেশ এখনও পর্যন্ত ভারতকে নিজেদের আত্মরক্ষায় কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত করেনি৷ রাষ্ট্রপুঞ্জের ১৯৩টি দেশের মধ্যে মাত্র তিনটি দেশ পাকিস্তানের সমর্থনে কথা বলেছে৷ তাছাড়া বিশ্বের তাবড় তাবড় সব দেশকে ভারতকে সমর্থন করেছে৷’

কংগ্রেসকে তুলোধনা করে মোদির কটাক্ষ, ‘দুনিয়ার সব দেশের সমর্থন মিলেছে, কিন্তু আমাদের দেশের বীর সেনাদের পরাক্রমকে কংগ্রেস সমর্থন করেনি৷ ২২ এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার তিন চার দিন পর থেকেই এরা লাফাচ্ছিল৷ বলছিল, কোথায় ছাপ্পান্ন ইঞ্চির ছাতি, কোথায় গেলেন মোদি! ওরা ভেবেছিল বাজি মেরে দিয়েছে৷ পহেলগাঁওয়ের নির্দোষ মানুষের হত্যালীলার মধ্যেও এরা নিজেদের রাজনৈতিক স্বার্থ খুঁজছিল, আমাকে নিশানা করছিল৷ এদের এই সংকীর্ণতা, স্বার্থান্বেষী রাজনীতি নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দিচ্ছিল৷ এদের ভারতীয় সেনার উপরেও ভরসা নেই৷ তাই এরা ক্রমাগত অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলছে৷ এভাবে সংবাদমাধ্যমের খবরে থাকা যায়, কিন্তু দেশবাসীর মনে জায়গা পাওয়া যায় না৷’

বাংলা খবর/ খবর/দেশ/

Narendra Modi on Operation Sindoor: ‘২২ মিনিটে ২২ এপ্রিলের বদলা’, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে কংগ্রেসকেও তুলোধনা মোদির

Scroll to Top