Bangla News: হাঁটু সমান জলে মাছ ধরছে পড়ুয়ারা, এলাকায় একমাত্র শিক্ষাঙ্গন জলমগ্ন কৃষ্ণগঞ্জে

Bangla News: হাঁটু সমান জলে মাছ ধরছে পড়ুয়ারা, এলাকায় একমাত্র শিক্ষাঙ্গন জলমগ্ন কৃষ্ণগঞ্জে

Last Updated:

Bangla News: জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করার জন্য অনেক পড়ুয়া হচ্ছে অসুস্থ । একদিকে জলের মধ্যে দাঁড়িয়ে চলছে পঠন-পাঠন অন্যদিকে ক্লাসরুমের মধ্যের জলের মাছ থাকায় মাছ ধরতে ব্যস্ত বিদ্যালয়ের কচিকাঁচারা

+

Bangla News: হাঁটু সমান জলে মাছ ধরছে পড়ুয়ারা, এলাকায় একমাত্র শিক্ষাঙ্গন জলমগ্ন কৃষ্ণগঞ্জে

ক্লাসরুমের ভেতরে জল তার মধ্যেই চলছে ক্লাস

নদিয়া: শিশু সুরক্ষা নিয়ে সরকার যতই প্রচার করুক না কেন বাস্তবের ছবি দেখে চিন্তিত চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মন্ডল। কারণ প্রত্যন্ত গ্রামের এস,সি এলাকায় একমাত্র শিক্ষাঙ্গন চৌগাছা গাজন তলা প্রাথমিক বিদ্যালয়। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে এই বিদ্যালয়ে পঠন পাঠন হয়ে থাকে, কিন্তু বর্ষাকাল আসলেই প্রার্থনা সংগীতের পরিবর্তে বিদ্যালয়ের ক্লাস রুম থেকে ছাত্র-ছাত্রীর শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে জল বের করে তারপর শুরু হয় বিদ্যালয়ের পঠন পাঠন। এবছরেও তার ব্যতিক্রম থাকল না। জলাশয়ের জলে জলমগ্ন এখন ওই বিদ্যালয়। ক্লাসরুমের ভেতরে মাছ ধরতে ব্যস্ত পড়ুয়ারা। শুধু তাই নয়, অস্বাস্থ্য পরিবেশে মিড ডে মিলের রান্না, যার কারণে বিদ্যালয়ের খাদ্য পড়ুয়ারা জলের মধ্যে দাঁড়িয়েই খায়।

আরও পড়ুনঃ ‘ছোটবেলায় পাইনি, আফসোস ছিল ‘, কোন আফসোসের কথা মনে পড়ল মমতার? বীরভূমের সভা থেকে যা বললেন মুখ্যমন্ত্রী

জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করার জন্য অনেক পড়ুয়া হচ্ছে অসুস্থ। একদিকে জলের মধ্যে দাঁড়িয়ে চলছে পঠন-পাঠন অন্যদিকে ক্লাসরুমের মধ্যের জলের মাছ থাকায় মাছ ধরতে ব্যস্ত বিদ্যালয়ের কচিকাঁচারা। এই অবাক করা চিত্র প্রত্যেক বছর যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এদের। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয় জল মগ্ন পরিস্থিতি হয় প্রত্যেক বছরই। প্রত্যেকটি ক্লাসরুমে জমে রয়েছে হাটু সমান জল, সেই জলে ভাসছে মাছ। আর ক্লাসরুমে মাছ ধরতে ব্যস্ত স্কুলের পড়ুয়ারা।

নদিয়ার কৃষ্ণগঞ্জের ব্লক বিডিও সৌগত সাহা বলেন বিদ্যালয়টি একটি নিচু স্থানে হওয়ার কারণে বর্ষাকাল আসলেই জলমগ্ন পরিস্থিতি হয়, পাশাপাশি বিডিও স্বীকার করেন বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ যেমন রয়েছে তেমন ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের ডেঙ্গি হওয়ার প্রবণতা রয়েছে। তবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, আগামী দিনে দ্রুত নিকাশি ব্যবস্থার কাজ করা হবে।

Mainak Debnath 

Scroll to Top