খেলার মাঝেই মৃত্যুকোলে ঢলে পড়লেন ব্যাডমিন্টন তারকা | চ্যানেল আই অনলাইন

খেলার মাঝেই মৃত্যুকোলে ঢলে পড়লেন ব্যাডমিন্টন তারকা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নতুন নয়। এমনই এক দুর্ঘটনা ঘটেছে ব্যাডমিন্টন কোর্টে। খেলার মাঝেই মৃত্যুকোলে ঢলে পড়লেন ২৬ বর্ষী গুন্ডলা রাকেশ। আকস্মিক দুর্ঘটনাটি ভারতের হায়দরাবাদে।

ভারতের হায়দরাবাদের নাগোল স্টেডিয়ামে ঘটেছে এমন ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায় ব্যাডমিন্টন খেলার মাঝেই হঠাৎ বুক চেপে ধরেন রাকেশ। সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে পড়ে যান তিনি। হাতে তখনও ব্যাডমিন্টন র‌্যাকেট। বন্ধুরা ছুটে গিয়েছিলেন। কোর্টের বিপরীত দিক থেকে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় দৌড়ে যান রাকেশের কাছে, কিন্তু তিনি আর ওঠেননি।

এরপর তড়িঘড়ি করে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হায়দরাবাদ পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন গুন্ডলা। ছুটির দিনে নিয়ম করে ব্যাডমিন্টন খেলতে যেতেন একটি অ্যাকাডেমিতে।

Scroll to Top