Indian Railways: ভারতীয় রেলের এই ডিভিশনে মেগা রদবদল, ট্রেনে এবার হবে বড়সড় সুবিধা যাত্রীদের

Indian Railways: ভারতীয় রেলের এই ডিভিশনে মেগা রদবদল, ট্রেনে এবার হবে বড়সড় সুবিধা যাত্রীদের

Last Updated:

Indian Railways: দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের দায়িত্বে নতুন ডিআরএম রবি কুমার গুপ্ত

ট্রেনে বড়সড় রদবদলIndian Railways: ভারতীয় রেলের এই ডিভিশনে মেগা রদবদল, ট্রেনে এবার হবে বড়সড় সুবিধা যাত্রীদের
ট্রেনে বড়সড় রদবদল

পুরুলিয়া: দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের দায়িত্বে এলেন নতুন ডিআরএম। রেল সূত্রে জানা যায়, আদ্রা ডিভিশনের নতুন ডিআরএম হলেন রবি কুমার গুপ্ত। তিনি বর্তমানে চণ্ডীগড়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদে রয়েছেন। রবি কুমার গুপ্ত একজন ভারতীয় রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স (IRSE) অফিসার।

রেল সূত্রে আরও জানা যায়, আদ্রা ডিভিশনের নতুন ডিআরএম হিসেবে রবি কুমার গুপ্ত ডিভিশনের সামগ্রিক কার্যক্রম এবং উন্নয়নমূলক কাজের দায়িত্বে থাকবেন। তিনি রেলওয়ের যাত্রী পরিষেবা এবং মালবাহী পরিষেবা উন্নত করার জন্য কাজ করবেন।

আদ্রা ডিভিশন দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ডিভিশনে নতুন রেলপথ স্থাপন সহ একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। যার মধ্যে পুরুলিয়া-কোটশিলা লাইনে ডাবলিং প্রকল্পের কাজ উল্লেখযোগ্য। এছাড়াও আদ্রা ডিভিশনে নতুন রেলপথ তৈরি এবং পরিকাঠামোগত উন্নয়নের কাজও চলছে।

নতুন ডিএম দ্রুত উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে আশাবাদী

নতুন ডিএম দ্রুত উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে আশাবাদী

নতুন ডিআরএম রবি কুমার গুপ্তের নেতৃত্বে এই কাজগুলি আরও দ্রুত গতিতে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ডিআরএম রবি কুমার গুপ্ত বলেন, “আদ্রা ডিভিশনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব। যে সমস্ত কাজগুলো আদ্রা ডিভিশনে চলছে সেগুলো দ্রুত গতিতে সম্পন্ন করব।”

নতুন ডিআরএম রবি কুমার গুপ্তর আগে আদ্রা ডিভিশনে ডিআরএম ছিলেন সুমিত নারুলা। তবে বর্তমান সুমিত নারুলা কোথায় বদলি হচ্ছেন, নির্দেশিকায় তার উল্লেখ নেই।

Shantanu Das

Scroll to Top