জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলেছে হাজিজুল হাকিম তামিমের দল। এ সিরিজের প্রথম দুই ম্যাচের জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে জুনিয়র টাইগার্সরা। জবাব দিতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৮৩ রানে। বাংলাদেশ তুলেছে ৯১ রানের বিশাল জয়।
আগে ব্যাটে নেমে ভালো শুরু করে বাংলাদেশ দলের দুই ওপেনার। ওপেনার জাওয়াদ আবরার করেন সর্বোচ্চ ৮২ রান। এছাড়া ফিফটি তুলে নেন মোহাম্মদ আবদুল্লাহ। অন্যান্যদের মধ্যে রিফাত বেগ ৩১, আজিজুল হাকিম ৩৪ এবং দেবাশীষ দেবা ২৪ রান করেন।
জিম্বাবুয়ের তিন বোলার টাটেন্ডা চিমুগোরো, সিম্বারশে মুদ্জেঙ্গেরে এবং ব্র্যান্ডন সেনজার ২টি করে উইকেট নেন।
জিম্বাবুয়ের করা ১৮৩ রানের মধ্যে সর্বোচ্চ ৫৩ রান করেন নাথানিয়েল লাবাঙ্গানা। এছাড়া ব্রেন্ডন সেনজার ২৬, কিয়ান ব্লিগন্যাট ২৩ রান করেন। বাংলাদেশের সামিউন বাশির ৩টি, আল ফাহাদ ও আজিজুল হাকিম ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন সাধীন ইসলাম ও দেবাশীষ দেবা।