ইউরোর পদক নিয়ে মেয়ের সাথে খুনসুটিতে প্রিন্স উইলিয়াম | চ্যানেল আই অনলাইন

ইউরোর পদক নিয়ে মেয়ের সাথে খুনসুটিতে প্রিন্স উইলিয়াম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের-২০২৫ ইউরোর শিরোপা জিতেছে ইংল্যান্ড। ইংলিশ মেয়েরা বিশ্বকাপের সবশেষ আসরে ২০২৩ সালে স্পেনের সাথে ফাইনাল হারলেও এবার ঠিকই তাদের বিপক্ষে জয় তুলেছে। হাড্ডাহাড্ডি ম্যাচে টুর্নামেন্টে উড়তে থাকা স্পেনিয়ার্ড মেয়েদের টাইব্রেকারে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। সুইজারল্যান্ডে ফাইনাল দেখতে যান ইংল্যান্ডের প্রিন্স উইলিয়াম। সাথে ছিলেন তার মেয়ে প্রিন্সেস শার্লোট।

বাবা মেয়ে দুজনই সুইজারল্যান্ড ভ্রমণে যান। উদ্দেশ্য ইংলিশ মেয়েদের মাঠে থেকে উৎসাহ দেয়া। জয়ের সাক্ষীও হন দুজন। মেয়ের সাথে ক্যামেরাবন্দি হন তখন।

ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের পৃষ্ঠপোষক প্রিন্স উইলিয়াম। দর্শকসারিতে ছিলেন ম্যাচের শেষ বাঁশি বাজার আগপর্যন্ত। পদক বিতরণের সময় প্রিন্সের পাশে ছিলেন স্প্যানিশ ও ইংলিশ মেয়েদের দল।

পুরস্কার বিতরণীর সময় ১০ বর্ষী প্রিন্সেস শার্লোটের সঙ্গে তার বাবাকেও খুনসুটি করতে দেখা যায়। একদিকে জয়ের আনন্দ অন্যদিকে প্রিন্সেস সাথে উইলিয়ামের পদক নিয়ে দুষ্টুমি নজর কেড়েছে অনেকের।

প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলস সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের নিয়ে লিখেছেন, ‘দারুণ একটা ম্যাচ ছিল। তোমরা এখন ইউরোপের চ্যাম্পিয়ন। এমন মুহুর্ত উপভোগ করো।‘

ইংল্যান্ডের রাজা প্রিন্স চার্লস বলেছেন , ‘ইংল্যান্ড দলকে অভিবাদন। কোচসহ সবাইকে শুভেচ্ছা। অনেক বছর পরে ইংল্যান্ড ভক্তরা উল্লাস করে বলতে পারবে ‘ফুটবল, ইটস কামিং হোম। ‘

Scroll to Top