গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য গ্রেপ্তার হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি নেই।
মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় প্রধান সড়কের পাশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত “জুলাই শহীদ স্মতিস্তম্ভ’’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি জানান: জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত মামলায় অনেক নির্দোষকেও আসামী করা হয়েছে। যেখানে একটি ঘটনায় বিশ জন আসামি হওয়ার কথা সেখানে আসামি করা হয়েছে দুশ’জনকে। এ কারণে তদন্ত কাজে দেরি হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন: কিছু কিছু মামলায় ইতিমধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। খুব দ্রুত যাতে সব মামলার তদন্ত প্রতিবেদন তৈরির কাজ শেষ হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময় শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন: জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহতদের সকলের কবর সংরক্ষণ ও বাঁধাই করে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। এছাড়া গণভবনকে জাদুঘরে রূপান্তর করার কাজও এগিয়ে চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন ও সাড়ে পনের বছরের ঘটনাগুলোকে সামনে রেখে কাজ অব্যাহত রয়েছে। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই যোদ্ধারা সংগ্রাম করেছিলো। তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ চলছে।
শহীদদের জন্য আবাসন প্রকল্প নির্মাণের প্রস্তাবনায় ব্যয় দেখানো হয়েছে কয়েকগুণ বেশি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন: সেখানে আমরা কিছু অসঙ্গতি পেয়েছি। এ কারণে প্রস্তাবনা পাস না করে ফেরত দেওয়া হয়েছে। পরবর্তীতে রিভিউ এবং তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।