Last Updated:
Flight Emergency Landing: আমেরিকার ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (DEN)-এ শনিবার একটি বিমানে আগুন লেগে বিশাল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। মিয়ামি যাওয়ার জন্য প্রস্তুত আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন ধরে যায়।

কলকাতা : আমেরিকার ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (DEN)-এ শনিবার একটি বিমানে আগুন লেগে বিশাল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। মিয়ামি যাওয়ার জন্য প্রস্তুত আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট AA3023-এর ল্যান্ডিং গিয়ারে হঠাৎ করে আগুন ধরে যায়। প্লেনটি টেকঅফের জন্য প্রস্তুত ছিল, ঠিক তখনই ল্যান্ডিং গিয়ার থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। টেকঅফ সঙ্গে সঙ্গে বাতিল করা হয়।
জরুরি স্লাইড ব্যবহার করে ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রুকে নিরাপদে প্লেন থেকে বের করে আনা হয়। রানওয়েতে বিমানটির বাঁ দিকের ল্যান্ডিং গিয়ারে আগুনের শিখা দেখা যায়। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট এবং বিমানবন্দরের জরুরি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ATC-র ককপিট অডিওতে একজন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার পাইলটকে বলেন, “ফ্লাইট ৩০২৩, আপনার বিমান থেকে প্রচুর ধোঁয়া উঠছে।”
বোয়িং ৭৩৭ মডেলের এই বিমানে মোট ১৭৩ যাত্রী এবং ৬ ক্রু সদস্য সওয়ার ছিলেন। পাইলট সতর্কতা বজায় রেখে টেকঅফ থামিয়ে দে। এর পর জরুরি স্লাইড খুলে দেন। কয়েক মিনিটের মধ্যে যাত্রীরা জীবন বাঁচাতে বিমান থেকে স্লাইডের মাধ্যমে দ্রুত নামতে শুরু করেন। যাত্রীদের মতে, যখন প্লেন রানওয়েতে পৌঁছয়, তখনই হঠাৎ ধাক্কা অনুভূত হয়। তার পর জানালা দিয়ে ধোঁয়া দেখতে পান তাঁরা।
আতঙ্কে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। এক যাত্রী আহত হন হুড়োহুড়িতে। অনেকে মোবাইল ফোন দিয়ে পুরো ঘটনা ভিডিও করেন। ১৭৯ জন যাত্রী ও ক্রুদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ধারণা করা হচ্ছে, টেকঅফের সময় প্লেনের বাঁ দিকের চাকার মধ্যে ‘হিট বিল্ডআপ’ বা তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্যই এমন ঘটনা ঘটেছিল। অর্থাৎ, অবিরাম ব্রেক ব্যবহার বা ঘর্ষণের কারণে তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে চাকার টায়ারে আগুন ধরে যায়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 27, 2025 9:28 AM IST