গোপালগঞ্জ সহিংসতা: নিহত রমজানের বড় ভাইয়ের হত্যা মামলা দায়ের | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জ সহিংসতা: নিহত রমজানের বড় ভাইয়ের হত্যা মামলা দায়ের | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সমাবেশকে কেন্দ্র করে সেনা ও পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত রমজান মুন্সির বড় ভাই জামাল মুন্সি বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টার পর জামাল মুন্সি বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় এই হত্যা মামলা দায়ের করেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো.সাজেদুর রহমান বলেন, মামলার এজাহারে কাউকে আসামী করা হয়নি, মামলায় সব অজ্ঞাতনামা আসামী  উল্ল্যেখ করা করা হয়েছে।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় এ নিয়ে ৫টি হত্যা মামলাসহ মোট ১১টি মামলা দায়ের হলো। এর আগে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পক্ষে পুলিশ বাদি হয়ে ৪টি হত্যা মামলা দায়ের করেন। এতে কমপক্ষে পনেরো হাজারেরও বেশি মানুষকে আসামী করা হয়। যার মধ্যে অধিকাংশ আসামী হচ্ছে আওয়ামীলীগ- ছাত্রলীগ- যুবলীগ এর নেতা কর্মী।

গত ১৬ জুলাই গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপি কর্তৃক আয়োজিত সমাবেশ প্রতিহত করতে কয়েকটি বিক্ষোভ মিছিল  এনসিপির সভাস্থল পৌরপার্কের দিকে রওয়ানা হয়। দুপুর সোয়া ২টার দিকে মিছিলগুলো শহরের চৌরঙ্গী বড়বাজার ও বিসিক শিল্পনগরী এলাকায় পৌছালে সেনা ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ৪ জন ও দুদিন পর ঢাকা মেডিকেলে রমজান মুন্সি নামে আরো ১ জনসহ মোট ৫জন নিহত হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত আরো দুজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

Scroll to Top