সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬২০ – DesheBideshe

সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬২০ – DesheBideshe

সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬২০ – DesheBideshe

ঢাকা, ২৫ জুলাই – গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৫৭১ জন।

শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযানে মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য অপরাধে ৫৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬২০ জন।

ইনামুল হক সাগর আরও বলেন, অভিযান চলাকালে বেশ কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে— একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি চাকু এবং একটি দেশীয় লোহার পাইপগান।

পুলিশ সদর দপ্তরের এই এআইজি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশব্যাপী নিরাপত্তা জোরদার রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ জুলাই ২০২৫

 



Scroll to Top