যুক্তরাজ্যের সঙ্গে ভারতের দীর্ঘ অপেক্ষিত ‘ফ্রি ট্রেড ডিল’ (এফটিএ) বা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর অন্য দেশের সঙ্গে যুক্তরাজ্যের এটাই সবচেয়ে বড় বাণিজ্যচুক্তি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাজ্য সফরকালে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এবং নরেন্দ্র মোদী দুজনেই চুক্তির নিয়ে আশাবাদী।
এই চুক্তির ফলে ভারতীয় পোশাক, জুতো, গয়না, মশলা, সিফুড, ইঞ্জিনিয়ারিং সামগ্রীসহ একাধিক পণ্য যুক্তরাজ্যের বাজারে আরও সহজলভ্য হবে। অন্যদিকে, যুক্তরাজ্যের গাড়ি, হুইস্কি ভারতে সুলভে মিলবে।
এর ফলে বছরে তিন হাজার ৪০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হবে।