ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিনের শুরুর দিকেই জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যান জো রুট। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রুটের সামনে ছিলেন রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকার। পন্টিংকে স্পর্শ করা তখনও ছিল অনেক দূর। অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন তিনি। ইংলিশ তারকার সামনে এখন কেবল ভারতের কিংবদন্তি সাবেক টেন্ডুলকার।
ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ২৪৮ বলে ১৫০ রান করে আউট হয়েছেন রুট। টেস্টে ১৫৭ ম্যাচে ২৮৬ ইনিংসে ব্যাট করে তার ঝুলিতে এখন ১৩, ৪০৯ রান। টেস্টে তার চেয়ে বেশি রান কেবল টেন্ডুলকারের, ৩২৯ ইনিংসে ১৫,৯২১ শীর্ষে তিনি।
দ্রাবিড় ও ক্যালিসকে টপকে যেতে রুটের প্রয়োজন ছিল যথাক্রমে ৩০ ও ৩১ রান। আর পন্টিংকে ছাড়িয়ে যেতে লাগতো ১২০ রান। দিনের প্রথম ঘণ্টায় দ্রাবিড় ও ক্যালিসকে পেছনে ফেলে তিনে ওঠেন রুট। ১১ রান নিয়ে দিন শুরু করে ১৭৮ বলে ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি করেন রুট। এরপর দ্বিতীয় সেশন শেষের আগের ওভারে ১২০ রানে পৌঁছে পন্টিংকে ছাড়িয়ে যান।
পেছনে ফেলা রিকি পন্টিংয়ের রান ১৩,৩৭৮, জ্যাক ক্যালিসের রান ১৩,২৮৯ ও রাহুল দ্রাবিড়ের রান ১৩,২৮৮।
সেঞ্চুরি করে শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক কুমার সাঙ্গাকারার পাশেও নাম লেখালেন রুট। তার সমান ৩৮ সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা। টেস্টে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল তিন জনের- অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৪১টি, সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস ৪৫টি ও ভারতের শচীন টেন্ডুলকারের ৫১টি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৯ ওভারে ৬ উইকেটে ৫২৮ রান তুলে ব্যাট করছে ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংসের চেয়ে ১৭০ রানে এগিয়ে আছে তারা। লিয়াম ডাওসন ৩৫ বলে ১৬ রানে এবং ক্রিস ওকস ১৬ বলে ৪ রানে ব্যাট করছেন।