ব্যাংকক, ২৫ জুলাই – কম্বোডিয়ার সেনাদের সঙ্গে গত দুইদিন ধরে থাইল্যান্ডের সেনাদের সংঘর্ষ চলছে। এ মুহূর্তে দুই দেশের সীমান্তে চলছে চরম উত্তেজনা। আর এমন পরিস্থিতিতে কম্বোডিয়ার সীমান্তবর্তী নিজেদের ৮টি বিভাগে সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড। যা আজ শুক্রবার (২৫ জুলাই) থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
থাই সেনাবাহিনীর চান্থাবুড়ি এবং ত্রাত প্রদেশের সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের কমান্ডার আপিচার্ট সাপারসার্ট এক বিবৃতিতে বলেছেন, “চান্থাবুড়ির সাতটি বিভাগ এবং ত্রাতের একটি বিভাগে সামরিক আইন কার্যকর হয়েছে।”
সামরিক আইন জারির পাশাপাশি সীমান্তবর্তী ছয়টি জাতীয় পার্কও খালি করার নির্দেশনা দিয়েছে থাই সেনাবাহিনী। এগুলো কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
গতকাল বৃহস্পতিবার দুই দেশের সীমান্তে সেনাবাহিনী ভারী অস্ত্রসস্ত্র নিয়ে একে-অপরের ওপর হামলা চালায়। আজ শুক্রবার সকালেও হামলার ঘটনা ঘটে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ জুলাই ২০২৫