‘এনসিপি’র সমাবেশ উপলক্ষে নেত্রকোণার পুলিশ লাইন্স স্কুল বন্ধের খবরটি ভুল’ | চ্যানেল আই অনলাইন

‘এনসিপি’র সমাবেশ উপলক্ষে নেত্রকোণার পুলিশ লাইন্স স্কুল বন্ধের খবরটি ভুল’ | চ্যানেল আই অনলাইন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সমাবেশ কেন্দ্র করে নেত্রকোণা পুলিশ লাইন্স স্কুলের পরীক্ষা ও ক্লাসের সময় পিছিয়ে দেওয়া হয়েছে বলে একটি নোটিশ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, খবরটি সম্পূর্ণ ভুল।

আজ (২৫ জুলাই) শুক্রবার স্কুলটির প্রধান শিক্ষক আব্দুল মালিক চ্যানেল আই অনলাইনকে জানান, এই খবরটি ভুল। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব।

ভাইরাল হওয়া নোটিশে বলা হয়, আগামী ২৭ জুলাই এনসিপির নেত্রকোণায় পদযাত্রা উপলক্ষে পুলিশ ফোর্স বিদ্যালয়টিতে অবস্থান করবে। তাই ২৭ ও ২৮ জুলাই বিদ্যালয় বন্ধ থাকবে।

ভাইরাল হওয়া নোটিশ। স্কুলটির কর্তৃপক্ষের দাবি, নোটিশটি ভুয়া।

 

চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলার পর স্কুলটির কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেইজে আরেকটি নোটিশ পোস্ট করে জানায়, একটি বিভ্রান্তিমূলক নোটিশ কোনো পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে, যা স্কুলের বিরুদ্ধে দূরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর।

স্কুলটির কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেইজে এই নোটিশ পোস্ট করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে

Scroll to Top