‘টাইপকাস্ট ভাঙতে হয়’

‘টাইপকাস্ট ভাঙতে হয়’

এই চরিত্রের জন্য নিজেকে একেবারে নতুনভাবে প্রস্তুত করতে হয়েছে। প্রথমবার পুলিশের উর্দি গায়ে দেওয়ার অভিজ্ঞতা ত্রিধার কাছে ছিল অস্বস্তিকর, আবার চ্যালেঞ্জেরও। সম্প্রতি সিনেবাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উর্দি পরা খুব সহজ নয়। সেটা শুধু শরীরী নয়, মানসিকভাবেও একরকম দায় তৈরি করে। প্রথম দিকে একটু ভয়ও লাগছিল। শুটিংয়ের মধ্য দিয়ে বুঝেছি, পুলিশের পেশাটা আসলে কতটা কষ্টের, কতটা ত্যাগের। তারা আমাদের নিরাপত্তা দেয়, সমাজের ভার বহন করে, অথচ নিজেরা খুব কম কিছু পায়।’

Scroll to Top