Massive Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শ্যুটিং স্টুডিও, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Massive Fire:  ভয়াবহ অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শ্যুটিং স্টুডিও, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Last Updated:

Massive Fire: দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ম্যাকলিন শুটিংয়ের স্টুডিওতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বহু দূর থেকে দেখা গিয়েছে। এরপর গোটা এলাকা ভরে যায় ধোঁয়ায়।

+

Massive Fire:  ভয়াবহ অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শ্যুটিং স্টুডিও, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

স্টুডিওতে আগুন 

মহেশতলা: দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ম্যাকলিন শুটিংয়ের স্টুডিওতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বহু দূর থেকে দেখা গিয়েছে। এরপর গোটা এলাকা ভরে যায় ধোঁয়ায়।

ঘটনার ফলে স্টুডিওর আশেপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৫ টি ইঞ্জিন।

এরপর আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। তাদের সঙ্গে স্থানীয়রাও সাহায্য করে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

এই ঘটনার জেরে বিষ্ণুপুরের কোনচৌকি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বেশ কিছু ফায়ার পকেট রয়েছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ক্ষয়ক্ষতির হিসাব করা হবে।

এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ এই ঘটনা ঘটায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ঘটনার পর বিষ্ণুপুর থানার পুলিশ কর্মীরা এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সকলকে আশ্বস্ত করেন। ওই স্টুডিওর অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

নবাব মল্লিক 

Scroll to Top