Last Updated:
Purba Medinipur News: পূর্ব মেদিনীপুরের পুজোয় দক্ষিণ ভারতের জাদু— রেনবো অ্যাথলেটিক্স নিয়ে আসছে তিরুপতি বালাজি মন্দির।

তিরুপতি বালাজি মন্দির
পূর্ব মেদিনীপুর: যাঁরা এবার পুজোয় দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী মন্দির দর্শনে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের কাছে এক অনন্য সুযোগ এনে দিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। এ বছর আর তিরুপতি যেতে হবে না— সেই তিরুপতি বালাজি মন্দিরই যেন স্বরূপে ধরা দিচ্ছে পটাশপুরের টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের পুজো মণ্ডপে। অন্ধ্রপ্রদেশের প্রসিদ্ধ তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে গড়ে উঠবে মণ্ডপের প্রতিটি প্রান্ত, যার কারুকার্যে থাকবে দক্ষিণ ভারতের স্থাপত্য ঐতিহ্যের নিখুঁত ছাপ।
সাবেকি বাঙালিয়ানার সঙ্গে দক্ষিণের ধর্মীয় আবহের এক অদ্ভুত মিলন ঘটছে এবারের এই দুর্গাপুজোয়। ২৩ তম বর্ষে পা দেওয়া এই ক্লাবের পুজো যেন হয়ে উঠবে এক ‘মিনিসাউথ ইন্ডিয়া ট্যুর’! এই ভাবনা শুধু থিম নয়— এটা যেন এক ভ্রমণ, যাত্রা। পুজো মণ্ডপে পা দিলেই দর্শনার্থীরা অনুভব করবেন, তাঁরা যেন পৌঁছে গিয়েছেন অন্ধ্রপ্রদেশের পাহাড়ের চূড়ায় অবস্থিত তিরুপতির পবিত্র মন্দিরে। যার প্রস্তুতি শুরু হয়ে গেল খুঁটি পুজোর মধ্য দিয়ে।
এই অভিনব ভাবনার পেছনে যিনি মূল উদ্যোক্তা স্বপন মাইতি। তিনি বলেন, ‘প্রতিবছর আমরা দর্শনার্থীদের জন্য ভিন্ন কিছু ভাবি। এবছর ভাবলাম, যাঁরা দক্ষিণ ভারতে গিয়ে তিরুপতি দর্শনের কথা ভাবছেন, তাঁদের স্বপ্নটা যেন বাস্তবে আমাদের মণ্ডপেই পূরণ হয়।
গত কয়েক বছরে রেনবো অ্যাথলেটিক্স ক্লাব জেলার সংস্কৃতিমঞ্চে নিজের স্থান শক্ত করেছে। তথ্য ও সংস্কৃতি দফতরের বিচারে বারবার তারা পেয়েছে জেলার সেরা প্রতিমা, সেরা থিম ও সেরা ভাবনার পুরস্কার। এমনকি রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই ক্লাবের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এবছরও তাঁর শুভেচ্ছা বার্তা নিয়ে পুজো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
এই দুর্গোৎসব শুধুই একটি পুজো নয়— এটি যেন এক অভিনব অভিজ্ঞতার যাত্রা। যাঁরা শারদীয়ার ছুটিতে পরিবার নিয়ে ভিন্ন কিছু দেখতে চান, তাঁদের জন্য এবার পটাশপুরের রেনবো অ্যাথলেটিক্স ক্লাবই হয়ে উঠতে চলেছে সেরা গন্তব্য। দক্ষিণ ভারতের তিরুপতির মত পবিত্র স্থানকে অনুভব করতে আর হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে না— সেই অনুভব এবার ধরা দেবে পটাশপুরের টিকরাপাড়ার এই ক্লাবে।
এবছরের শারদ উৎসবে পুজো মানে শুধুই দেবীর আরাধনা নয়— বরং এক ভিন্ন রাজ্যের সংস্কৃতি, রূপ ও ভাবনার সংস্পর্শে এসে নিজের জেলার প্রতি আরও গর্ববোধ করার সুযোগ। দক্ষিণ ভারত আর পূর্ব মেদিনীপুরের এই মনোজ্ঞ সাংস্কৃতিক সংমিশ্রণ পুজোর ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখবে বলেই বিশ্বাস উদ্যোক্তাদের। তাই এবছর যারা ভাবছেন তিরুপতি যাবেন, —তারা তিরুপতি নয়, পটাশপুরেই চলুন! দেবী দুর্গার সঙ্গে এবার দর্শন করুন বালাজি মন্দিরের ছায়া— আর সেই দর্শনে মুগ্ধ হয়ে ফিরে আসুন সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে।
মদন মাইতি
Kolkata,West Bengal
July 25, 2025 12:35 AM IST