ভারতকে অলআউট করে ভালো অবস্থানে ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

ভারতকে অলআউট করে ভালো অবস্থানে ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় দিনে ভারতকে অলআউট করে ভালো অবস্থানে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারী ভারত অলআউট হয়েছে ৩৫৮ রানে। জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২২৫ রান তুলে দিন শেষ করেছে থ্রি লায়ন্স। তৃতীয় দিন সকালে ১৩৩ রানে পিছিয়ে থেকে দিন শুরু করবে তারা।

ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রোলি সেঞ্চুরির কাছে গিয়েও কাঙ্খিত সেঞ্চুরির দেখা পাননি। ১০০ খেলে ৯৪ করে আউট হয়েছেন ডাকেট, আর ক্রোলি আউট হয়েছেন ৮৪ রানে। তৃতীয় দিন সকালে ওলি পোপ ২২ আর জো রুট ১১ রানে দিনের খেলা শুরু করবেন।

একটি করে উইকেট নিয়েছেন আনশুল কম্বোজ ও রবীন্দ্র জাদেজা।

ম্যানচেস্টার টেস্টে গতকাল টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডে অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ৩৫৮ রান তুলেছে ভারত। ইনিংসের সর্বোচ্চ রান এসেছে বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন থেকে, ৬১ রান করেছেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেছেন ওপেনার যশ্বী জয়সওয়াল। এছাড়া চোট পাওয়া রিশভ পান্ট ৫৪ এবং শার্দুল ঠাকুর ৪১ রান ৪১ করেন।

স্টোকস নেন পাঁচ উইকেট, তিনটি নেন জফরা আর্চার। এছাড়া একটি করে উইকেট নেন লিয়াস ডসন ও ক্রিস ওকস। পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

Scroll to Top