Last Updated:
Potter Problem: সৌখিন নানা জিনিস বানিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কুমোররা। সারাদিনে লাভ জুটছে তাদের।

মাটির হাঁড়ি বানাচ্ছেন কুমোররা
রঞ্জন চন্দ,পশ্চিম মেদিনীপুর: ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে পূর্বপুরুষদের পেশা। দিন যত বদলাচ্ছে, ততই কমছে মানুষের রুটিরুজির একমাত্র পথ। এক সময় যে পেশা, প্রত্যন্ত গ্রামে এলাকার মানুষদের পেটে দুবেলা অন্ন তুলে দিত, সেই পেশায় এখন লাভ নেই।দিন যত বদলাচ্ছে কমছে মাটির নানা জিনিসের ব্যবহার। সভ্যতার উন্নতিতে বাড়ছে প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় হাঁড়ি-ঝুড়ির চাহিদা। স্বাভাবিকভাবে পূর্বপুরুষদের পেশা ক্রমশ বদলাতে হচ্ছে কুমোরদের। মাটির হাড়ি বা অন্যান্য সামগ্রী বানিয়ে কোনওভাবেই চালাতে হয় তাদের দিন।
প্রসঙ্গত এককালে চাকা ঘুরিয়ে, তার ওপর মাটি রেখে হাতের কায়দায় কুমোররা তৈরি করতেন নানা জিনিস। তার মধ্যে যেমন বিভিন্ন সাইজের হাড়ি, গ্লাস, বাটি-সহ মাটির নানা জিনিস। তবে কালের উন্নতিতে ক্রমশ কমেছে তাদের এই ব্যবসা। পূর্বপুরুষদের সেই ব্যবসা ছেড়ে এখন যুব প্রজন্ম অন্য পেশায় ঝুঁকছেন। স্বাভাবিকভাবে আর্থিক মন্দা সৃষ্টি হচ্ছে তাঁদের পরিবারে। তবে বর্তমানে এই পাখির খাঁচা সাজানোর জন্য হাঁড়ি, সরা, মাটির পাত্র তৈরি করছেন তাঁরা। স্বাভাবিকভাবে, শৌখিন নানা জিনিস বানিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কুমোররা। বিক্রিও হচ্ছে বেশ। মন্দার বাজারেও বিশেষ এই জিনিস বানিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা।
Kolkata,West Bengal
July 25, 2025 1:00 AM IST