Last Updated:
Mamata Banerjee: Mamata Banerjee: সীমিত সংস্করণের এই সোনালী রঙের কলমে খোদাই করা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং তৃণমূল কংগ্রেসের লোগো।

‘কলকাতা, প্রীতি সাহা: ‘সোনার কলমে’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ! এমনই একটি বাজারে এনেছে প্রিমিয়াম পেন নির্মাতা সংস্থা লেভারি। সীমিত সংস্করণের এই সোনালী রঙের কলমে খোদাই করা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং তৃণমূল কংগ্রেসের লোগো। সোনালী রঙের উপর কালো কালি দিয়ে মুখ্যমন্ত্রীর মুখ খোদাই করা এই পেন ইতিমধ্যেই অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ফেসবুকে প্রকাশিত এক বিজ্ঞাপনে এই পেনটিকে “প্রত্যেক বাঙালির সংগ্রহে রাখার মতো একটি সংগ্রহযোগ্য বস্তু” বলে দাবি করেছে লেভারি। এই পেনের আসল দাম ₹১,৪৯৯ হলেও, বাংলার ‘দিদি’র প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমানে এটি মাত্র ₹৯৯৯-তে বিক্রি করা হচ্ছে। লেভারি সংস্থা সাধারণত সোনা ও মূল্যবান রত্ন দিয়ে তৈরি পেনের জন্য পরিচিত, যেখানে অনেক বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্বের মুখ খোদাই করা থাকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সংস্থার মতে, এই বিশেষ সংস্করণের কলম অনেক বাঙালির কাছে আবেগ এবং সংস্কৃতির প্রতীক হয়ে উঠতে পারে।
প্রস্তুতকারক সংস্থার দাবি, এই বিশেষ পেনের মাত্র ছয়টি ইউনিট স্টকে রয়েছে। তাই যাঁরা সংগ্রহে রাখতে চান, তাঁদের দ্রুত অনলাইনে অর্ডার করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞাপনে লেখা রয়েছে, “নেতৃত্ব, ঐতিহ্য এবং বাঙালি গর্বের প্রতীক — সংগ্রহ করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ খোদাই করা কলম।”
যারা এই পেন কিনছেন, তারা একে হয়তো দেখছেন এক সংগ্রহযোগ্য বস্তু হিসেবে, কেউ রাজনৈতিক শ্রদ্ধার প্রতীক হিসেবে, আবার কেউবা বাঙালিয়ানার এক সংস্কৃতি-চিহ্ন হিসেবে। যে ভাবনাই থাকুক না কেন, এই সোনার কলম নিঃসন্দেহে ইতিমধ্যেই অনেকের মন ছুঁয়ে ফেলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রাপথ এক দীর্ঘ লড়াই ও সর্বজনগ্রাহ্য জনপ্রিয়তার সাক্ষী। দলমত নির্বিশেষে বাংলার বহু মানুষ তাঁকে অভিভাবকের চোখে দেখেন। আর সেই সম্মাননার তালিকায় এবার জুড়ল আরও এক উজ্জ্বল পালক — তা-ও আবার সত্যিই সোনালী রূপে।
প্রীতি সাহা
Kolkata,West Bengal
July 24, 2025 5:48 PM IST