Last Updated:
West Bengal news: বীরভূম আর এই বীরভূমের মধ্যে একসময় বসবাস ছিল রাজা-মহারাজা থেকে শুরু করে বড় বড় মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের। আর ঠিক তারই যেন এক টুকরো নিদর্শন মিলল কবিগুরুর বোলপুরের শিবপুর মৌজার সুরথেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ সংস্কার করতে গিয়ে। শিব মন্দিরের খননে মিলল উমা-মহেশ্বরের দু’টি মূল্যবান মূর্তি।

মূর্তি
বীরভূম: বীরভূম আর এই বীরভূমের মধ্যে একসময় বসবাস ছিল রাজা-মহারাজা থেকে শুরু করে বড় বড় মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের। আর ঠিক তারই যেন এক টুকরো নিদর্শন মিলল কবিগুরুর বোলপুরের শিবপুর মৌজার সুরথেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ সংস্কার করতে গিয়ে। শিব মন্দিরের খননে মিলল উমা-মহেশ্বরের দু’টি মূল্যবান মূর্তি। মূর্তিগুলি পালযুগের বলে মনে করছেন ইতিহাসবিদ থেকে শুরু করে সাধারণ মানুষজন। শহরের অন্যতম প্রাচীন ধর্মস্থল থেকে ঐতিহাসিক মূর্তি দু’টি উদ্ধারের ঘটনায় এলাকায় প্রবল উন্মাদনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মূর্তি উদ্ধারের খবর পাওয়ার পর সেই মূর্তিগুলি দেখার জন্য ইতিমধ্যেই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। ইতিমধ্যেই সেই মূর্তিগুলির অভিষেক করে মহাসমারোহে পুজো শুরু করেছেন মন্দির কমিটির সদস্যরা। ইতিহাস ঘাটলে জানা যায়, বর্তমান মন্দিরটি আগে জৈনদের তীর্থস্থান ছিল। পরবর্তীতে তাদের প্রভাব কমলে রাজা সুরথ সেখানে শিব মন্দির প্রতিষ্ঠা করেন। সুরথেশ্বর মন্দিরের দক্ষিণদিকের জঙ্গলে ছিল শিবাক্ষাতলা।
আরও জানা গেছে সুরথ রাজা সেখানে একসময় মা দুর্গার আরাধনা করতেন। দেবীকে সন্তুষ্ট করতে তিনি নির্দিষ্ট সন্ধিক্ষণে বলি দিয়েছিলেন। এই বলির কারণে পরবর্তীতে এলাকার নাম হয় ‘বলিপুর’। যা বর্তমানে কবিগুরুর বোলপুর নামে পরিচিত। এরপর পালযুগের রাজারাও এখানে রাজত্ব করেন। ঐতিহাসিকভাবে এই মন্দিরের গুরুত্ব থাকলেও বাম আমলে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি।
কিন্তু এর পরেই বোলপুর ও রায়পুর এলাকার কিছু স্থানীয় বাসিন্দাদের আন্তরিক প্রয়াসে এই মন্দিরকে ঢেলে সাজানো হয়। প্রতিবছর ভোলানাথের মাথায় জল ঢালার জন্য শ্রাবণ মাসে ভক্তদের ভিড় উপচে পড়ে এই মন্দিরে। তবে এরপরেই মন্দিরের গর্ভগৃহে জল ঢালার কুণ্ড সংস্কারের উদ্যোগ নেওয়া হয় মন্দির কমিটির তরফ থেকে। এরপর সেখানে খনন করতে গিয়েই হঠাৎ মূর্তি দু’টি উদ্ধার হয়।
স্থানীয় ইতিহাসবিদদের কাছে মূর্তিগুলির ঐতিহাসিক গুরুত্ব জানতে পেরে উচ্ছ্বসিত মন্দির কমিটির সদস্যরা। পরবর্তীতে সেগুলি পরিষ্কার করে মন্দিরেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় ইতিহাসবিদদের মতে, মূর্তিগুলি একাদশ থেকে চতুর্দশ শতকের, অর্থাৎ পালযুগের। তবে এবার যদি আপনি বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন তাহলে ঘুরে দেখতে পারেন এই জায়গাটি। এটি বলা চলে এই জায়গাটি হবে আপনার ভ্রমণের এক সুন্দর এবং সেরা ডেস্টিনেশন।
সৌভিক রায়
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 23, 2025 10:51 PM IST