মাইলস্টোন ট্রাজেডি: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে হাইকোর্টে রিট | চ্যানেল আই অনলাইন

মাইলস্টোন ট্রাজেডি: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে হাইকোর্টে রিট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রটিটি করেছেন।

রিটে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আপাতত ১০ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

সেই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় চার তলার বেশি বহুতল ভবনের অনুমোদন যাতে না দেওয়া হয় সে নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া রিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং এই দুর্ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে প্রশ্নে রুল চাওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র চেয়ারম্যানকে রিটে বিবাদী হয়েছে।

Scroll to Top