Last Updated:
West Bengal news: খড়দহে ভয়ঙ্কর ঘটনা ঘটল, তারপরেই আগুন লাগল বাড়িতে। ঘটনাটি ঘটেছে খড়দহের পি কে বিশ্বাস রোডের এলাকায়। এক আবাসনেে বুধবার বিকেলে আবাসনের সিঁড়ি ঘরের নিচে মিটার বক্স বিকট শব্দে কেঁপে ওঠে। এখানেই শেষ নয়, এরপরই আগুন লাগে সেই জায়গায়।

সুবীর দে, খড়দহ: খড়দহে ভয়ঙ্কর ঘটনা ঘটল, তারপরেই আগুন লাগল বাড়িতে। ঘটনাটি ঘটেছে খড়দহের পি কে বিশ্বাস রোডের এলাকায়। এক আবাসনেে বুধবার বিকেলে আবাসনের সিঁড়ি ঘরের নিচে মিটার বক্স বিকট শব্দে কেঁপে ওঠে। এখানেই শেষ নয়, এরপরই আগুন লাগে সেই জায়গায়।
অগ্নিকাণ্ডে ঘটনায় আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিমেষে ধোয়ায় ঢেকে যায় গোটা ফ্ল্যাট। ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় খরদহ থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন। সঙ্গে সঙ্গে জানানো হয় বিদ্যুৎ সরবরাহ সংস্থা সিইএসসিকে।
খবর পেয়ে সিইএসসির পক্ষ থেকে বিদ্যুৎকর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আবাসনে। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে যায় আবাসনের সমস্ত মিটার বক্স। এলাকার স্থানীয় মানুষ, দমকল ও খরদহ থানার পুলিশের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সকলকে সুরক্ষিত ভাবে আবাসন থেকে নিচে নামিয়ে আনা হয়। মিটার বক্স পুড়ে যাওয়ায় ওই ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগে প্রভাব পড়েছে। কী ভাবে আগুন লাগল, খতিয়ে দেখা হচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 23, 2025 10:38 PM IST