আর্জেন্টিনা জাতীয় দলে গড়ে ওঠা লিওনেল মেসি ও রদ্রিগো ডে পলের জুটি রসায়ন দেখা যাবে ইন্টার মিয়ামি জার্সিতেও। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেয়া শেষ খবর, মিয়ামির সঙ্গে দীর্ঘসময় ধরে আলোচনায় থাকা বিশ্বজয়ী ডে পল যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে।
রোমানো জানিয়েছেন, ১৫ মিলিয়ন ইউরোয় ৪ বছরের জন্য মিয়ামির সঙ্গে চুক্তি একপ্রকার পাকা হয়ে গেছে ডে পলের। মেজর লিগ সকারের ক্লাবটি ইতিমধ্যে তার সাথে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছে গেছে। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা।
ইউরোপীয় গণমাধ্যমে খবর, বর্তমান বাজারদর ২৫ মিলিয়ন ইউরোর চেয়ে অনেক কমে মেজর লিগ সকারের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে মিয়ামিতে যাচ্ছেন মেসির বডিগার্ড খ্যাত ডে পল।
ডে পলের মিয়ামিতে যোগ দেয়া মেসিদের জন্য ইতিবাচকভাবে দেখা হচ্ছে। মেসির সাথে তার সাবেক ক্লাব বার্সেলোনার ৩৭ বর্ষী সার্জিও বুসকেটস, ৩৮ বর্ষী লুইস সুয়ারেজ এবং ৩৬ বর্ষী জর্ডি আলবা খেলছেন, সঙ্গে ডে পলের যোগ দেয়া মেসিকে আরও সাহায্য করবে ইন্টার মিয়ামির জন্য সাফল্য বয়ে আনতে।
২০২১ সালে মেসি সঙ্গে আর্জেন্টিনার ১৫তম কোপা আমেরিকা শিরোপা জয়ে ছিলেন ডে পল। শিরোপামঞ্চে ডি মারিয়ার একমাত্র গোলের অ্যাসিস্ট করেছিলেন। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলে অন্যতম সদস্য তিনি। মেসির সাথে ২০২৪ সালের আবার কোপা শিরোপা জয়ের সঙ্গীও। ডে পল অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ২০২১ থেকে ১৮৭ ম্যাচে ১৪ গোল এবং ২৬ অ্যাসিস্ট করেছেন।