গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও আনুতোষিক ভাতা বাড়াল সরকার – DesheBideshe

গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও আনুতোষিক ভাতা বাড়াল সরকার – DesheBideshe

গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও আনুতোষিক ভাতা বাড়াল সরকার – DesheBideshe

ঢাকা, ২২ জুলাই – গ্রাম পুলিশ বাহিনীর (দফাদার ও মহল্লাদার) বেতন-ভাতা এবং অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বাড়লো। বেতন এক হাজার টাকা এবং অবসরকালীন ভাতা ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে।

ভাতা বাড়িয়ে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে সকল জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত ২০ মে অর্থ বিভাগ ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জানিয়ে চিঠিতে বলা হয়, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দফাদারদের বেতন-ভাতা ৭ হাজার টাকার পরিবর্তে ৮ হাজার টাকা ও মহল্লাদারদের বেতনভাতা ৬ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৭ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

এছাড়া দফাদারদের অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা ৬০ হাজার টাকার পরিবর্তে ৮০ হাজার টাকা ও মহল্লাদারদের ৫০ হাজার টাকার পরিবর্তে ৭০ হাজার) টাকা (সরকারি এবং ইউনিয়ন পরিষদ অংশে ৫০:৫০ হারে) করা হলো।

অর্থ বিভাগের বেতন-ভাতা ও অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বাড়ানো সংক্রান্ত পত্রের আলোকে চলতি অর্থবছরে (২০২৫-২৬) গ্রাম পুলিশ বাহিনীর (দফাদার ও মহল্লাদার) বেতন এবং অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতার সরকারি অংশের চাহিদা পাঠানোর জন্য এবং ইউপি অংশ ইউনিয়ন পরিষদের আয় থেকে বর্তমানে প্রচলিত নিয়মে দেওয়ার কার্যক্রম গ্রহণের জন্য ডিসিদের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ জুলাই ২০২৫



Scroll to Top